New Update
/anm-bengali/media/post_banners/XOG9cYx10I2tpIW30HhD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাস গড়ার পরেও হয়তো মুম্বই টেস্ট থেকে শ্রেয়স আইয়ার বাদ পড়তে পারেন। এমনটাই আশা করেছেন ভিভিএস লক্ষণ। তিনি বলেন, "মুম্বই টেস্টে দলের এমন একজনকে দরকার যে ভালো ফর্মে আছে। আমার মনে হয়, একটা অলিখিত নিয়ম আছে যেখানে সিনিয়র ক্রিকেটার চোটের জন্য বাইরে গেলে, সে ফিরে এসেই খেলে। এক্ষেত্রে বিরাট কোহলি ফিরছে মুম্বইতে। সিনিয়র প্লেয়ার অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা একেবারেই ফর্মে নেই। তবে রাহানে মুম্বইতে আরও একটি সুযোগ পাবে। আমার মনে হয় না যে, রাহুল দ্রাবিড় বা বিরাট কোহলি রাহানাকে বসাবে। এটা অত্য়ন্ত দুর্ভাগ্যজনক, যে অসাধারণ অভিষেকের পরেও একজনকে বসতে হবে। ভারতীয় দলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us