New Update
/anm-bengali/media/post_banners/gJJc3wGqu0ijvJaJeu2a.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চোট-আঘাত হার্দিকের কেরিয়ারের উপর বার বার প্রভাব ফেলছে। টি-২০ বিশ্বকাপেও জাতীয় দলে তাঁর জায়গা হয়নি। এদিন হার্দিক-কে নিয়ে বিসিসিআই-এর এক কর্মকর্তা বলেন, "হার্দিক ছুটি চেয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচনের সময় ওকে যাতে না ভাবা হয় সেটাও জানিয়েছে। ছুটিতে বিসিসিআই ও এনসিএ-র নির্দেশ মতো নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চায় হার্দিক।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us