New Update
/anm-bengali/media/post_banners/1fGXf4IG0XU9FCjBfgjh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইথিওপিয়ান সেনাবাহিনীর সাথে সীমান্ত সঙ্ঘাতে সুদানি সেনাবাহিনীর দু’সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এ সীমান্ত সঙ্ঘাত হয় বলে সংবাদ জানা গেছে।
সুদানি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত আল-ফাশকা সীমান্ত এলাকায় সুদানের দু’সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলেছে, এর আগেও ইথিওপিয়ান সেনাবাহিনীর হামলায় সুদানি সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন। ইথিওপিয়ান সেনারা সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে আক্রমণ করলে এ হতাহতের ঘটনা ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us