নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ থেকে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। রবিবার বিজেপি সংসদীয় কমিটির বৈঠক হয়েছে। আজ বিরোধীদের নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস। সেই বৈঠকে তৃণমূল থাকবে না আগেই জানিয়েছে। এ বারের বৈঠকে কৃষক আন্দোলন মূল বিষয় হয়ে উঠতে পারে বলে জানা যাচ্ছে। আগেই তিন কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এখন আরও কয়েকটি দাবি নিয়ে সরব হয়েছে কৃষক সংগঠনগুলি। ফলত আজ প্রথম দিনের বৈঠকে কী হয় নজর থাকবে সে দিকেও।