New Update
/anm-bengali/media/post_banners/jHnxsRBO7wyUiJSGTEMJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এটা অনেকটা মিশনারি সেক্স পজিশনের মতোই। অর্থাৎ মিলনের সময় আপনার পার্টনার থাকবে আপনার উপরে আর আপনি নীচে। তবে মিশনারি পজিশনে যে নীচে থাকে তাঁর পা সোজা করে সামনে ছড়ানো থাকে। এই মিশনারি পজিশনকেই আরও একটু স্পাইসি করে তুলতে হলে ‘দ্য হুক’ হল একদম আদর্শ। পার্টনার যখন আপনার উপরে আসছেন তখন আপনার পা দুটো সোজা করে না রেখে শূণ্যে তুলে পার্টনারের কাঁধের দুই পাশ দিয়ে রাখুন। চাইলে দুই পা দিয়ে তাঁর মাথা আঁকড়ে ধরুন। এইবার বুঝতে পারছেন তো কেন এই পজিশনের নাম হল দ্য হুক? তবে কী, এটা করতে গেলে একটু শারীরিক নমনীয়তার দরকার আছে। যতটা পারবেন পা তুলবেন, জোর করে কিছু করার দরকার নেই। তাহলে মিলনের আনন্দ মাটি হয়ে যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us