রিবাউন্ড সেক্সের সুবিধা কি ?

author-image
Harmeet
New Update
রিবাউন্ড সেক্সের সুবিধা কি ?

নিজস্ব সংবাদদাতাঃ ১। সম্পর্ক ভেঙে যাওয়ার পর যদি আপনি নিজেকে আবার খুঁজে পেতে চান সেক্ষেত্রে তো আপনি বাইরে বেরোনই এবং নতুন কারও সঙ্গে যদি আপনার দেখা হয় তাতে সমস্যা কোথায়? আপনাদের মধ্যে যদি কখনও রিবাউন্ড সেক্স হয়েও থাকে, তাতে অন্তত আপনি শারীরিকভাবে একটা তৃপ্তি পাবেন।
২। যখন দুজন মানুষ একটা সম্পর্কে থাকেন তখন শুধুমাত্র মানসিকভাবেই না, শারীরিকভাবেও একে অন্যের সঙ্গে মিলিত হন। না, শুধুমাত্র শারীরিক মিলনের কথা বলছি না; হাতে হাত রাখা, একে অন্যকে জড়িয়ে ধরা, চুমু – এগুলোও কিন্তু একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই স্পর্শগুলো আর পাওয়া হয় না। সেক্ষেত্রে রিবাউন্ড সেক্সের মাধ্যমে আপনি কিছুটা হলেও নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে পারেন।
৩। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মন খারাপ, মুড সুইং – এরকম অনেক কিছুই হয়। কিন্তু মন খারাপের কালো মেঘ কাটাতে সেক্স কিন্তু বেশ ভাল একটা ওষুধ!