প্রতিশ্রুতি ভুলে যাওয়া উচিত নয় : মায়াবতী

author-image
Harmeet
New Update
প্রতিশ্রুতি ভুলে যাওয়া উচিত নয় : মায়াবতী

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বেশ কয়েকটি ইস্যুতে উঠতে পারে ঝড়। তার মধ্যে একটি হল কৃষি আইন। কৃষকদের নিয়ে কী ভাবছে সরকার বা আগামীর পদক্ষেপ কী হবে সেই দিকেই তাকিয়ে সব মহল। তবে আইন প্রত্যাহারের যে প্রতিশ্রুতি কেন্দ্র দিয়েছে তা রাখা উচিত বলে নরেন্দ্র মোদি সরকারকে মনে করিয়ে দিলেন বিএসপি নেত্রী মায়াবতী। ট্যুইটে তিনি বলেন, "আগামীকাল থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। সংবিধান দিবস উপলক্ষে তিন দিন আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সরকারের ভুলে যাওয়া উচিত নয়। যথাযথভাবে তা পূরণ করা উচিত। কৃষক সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সবার দৃষ্টি থাকবে কেন্দ্রের অবস্থানের দিকে।"