ইএসসিবি-র বর্ষপূর্তি

author-image
Harmeet
New Update
ইএসসিবি-র বর্ষপূর্তি

দিগবিজয় মাহালি,শালবনীঃ এম্প্লয়মেন্ট স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল-এর (E.S.C.B)উদ্দ্যোগে, শালবনী ব্লক স্পোর্টস এসোসিয়েশন এবং শালবনী জাগরণের সহযোগিতায় এক বছর আগে শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে স্থাপিত হয় বয়সভিত্তিক ফুটবল একাডেমি (অনুর্ধ ১২ থেকে ১৭ এই )। আজ প্রথম বর্ষপূর্তিতে অর্থাৎ একাডেমীর প্রথম জন্মদিন পালিত হল শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। কেককেটে মিষ্টি বিতরণ এর সাথে সাথে একাডেমির সমস্ত খেলোয়াড়দের এবং জাগরন ফুটবল একাডেমীর মহিলা ফুটবলারদের জার্সি, জুতো, মোজা এবং ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হল।