রাহুল পাসোয়ান,আসানসোলঃ শ্রীপল্লীতে আসানসোল প্রগতিশীল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বাউল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রবিবারের শ্রীপল্লীর শ্রীসংঘ ক্লাবে এই অনুষ্ঠান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ দোলা সেন, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, আসানসোল প্রগতিশীল সাংস্কৃতিক পরিষদের মৃত্যুঞ্জয় মুখার্জি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চ্যাটার্জি বাউল গান পরিবেশন করেছেন। এই অনুষ্ঠানে শিল্পাঞ্চলের বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন। এদিনের উদ্যোগক্তাদের তরফে বাউল শিল্পীদের সংবর্ধনা জানানো হয়েছে।