হরি ঘোষ,পান্ডবেশ্বরঃ রবিবার পান্ডবেশ্বর বিধানসভার বাঁকোলা এরিয়ায় ইসিএলের কুমারডিহি বি কোলিয়ারির উদ্যোগে খনি এলাকায় ক্ষতিগ্রস্ত আবাসনগুলিকে ভেঙ্গে ফেলার কাজ শুরু করা হল। খনি অঞ্চল জুড়ে ইসিএলের প্রচুর পরিত্যক্ত আবাসন রয়েছে, যেগুলিতে অবৈধভাবে দখল করে রয়েছে প্রচুর মানুষ। আদালতের নির্দেশে ইসিএল কর্তৃপক্ষ প্রায়শই দখলমুক্ত করার জন্য ওই আবাসনগুলিতে অভিযান চালায়। তবে পুনরায় দেখা যায় আবাসনগুলি অবৈধ দখলদারদের অধীনে চলে গেছে। ইসিএলের পরিত্যক্ত আবাসনগুলির জীর্ণদশা দীর্ঘদিনের। ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ। যাতে আবাসন গুলিকে কেউ দখল করে ব্যবহার করতে না পারে । কোনোরকম অশান্তি এড়াতে এই অভিযানে ইসিএল আধিকারিকদের সঙ্গে ছিল ইসিএলের নিরাপত্তারক্ষী, সিআইএসএফ ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এ দিনের এই অভিযানে কুমারডিহির বি কোলিয়ারির ১৬ টি ক্ষতিগ্রস্ত আবাসন একেবারে গুঁড়িয়ে ফেলা হল।