ম্যালকম এক্সের মেয়ে মালিকা শাবাজকে নিউ ইয়র্কে দাফন

author-image
Harmeet
New Update
ম্যালকম এক্সের মেয়ে মালিকা শাবাজকে নিউ ইয়র্কে দাফন

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা ম্যালকম এক্সের মেয়ে মালিকা শাবাজকে নিউ ইয়র্কে ফ্রেনক্লিফ কবরে দাফন করা হয়েছে।



 

শনিবার নিউ ইয়র্কের ম্যানহাটানের ইসলামিক কালচারাল সেন্টারে জানাজার নামাজের পর তাকে বাবার কবরের কাছেই দাফন করা হয়।





 

জানাজার অনুষ্ঠানে ম্যালকম এক্সের পরিবারের সদস্যরা ছাড়াও কৃষ্ণাঙ্গ মুসলিম মার্কিনিরা অংশগ্রহণ করেন।





অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পক্ষ থেকে তুর্কি রাষ্ট্রদূত জানাজায় উপস্থিত ছিলেন। এসময় ম্যালকম এক্সের পরিবারের সদস্যদের কাছে তুর্কি প্রেসিডেন্টের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি।



এর আগে গত ২২ নভেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিনের নিজ বাড়িতে ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।



পুলিশ জানিয়েছিল, স্বাভাবিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।



মালিকা শাবাজ ম্যালকম এক্সের ছয় মেয়ের মধ্যে সর্বোকনিষ্ঠ। ১৯৬৫ সালে ম্যালকম এক্সের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী শাবাজ মালিকা ও তার যমজ বোন মালাক শাবাজকে জন্ম দেন।





 

১০৬০ দশকে কৃষ্ণাঙ্গ মার্কিনদের অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়ে খ্যাতি অর্জন করেন ম্যালকম এক্স। ১৯৬৫ সালের ২১ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ঘাতকের গুলিতে প্রাণ হারান তিনি।