New Update
/anm-bengali/media/post_banners/VH2byhaiT7JSX4JuF9ja.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিনি ২২ গজের বস। কিছুদিন আগেই গেইল-এর ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেক কথা উঠেছিল। তিনি তাঁর কেরিয়ারের অবসান ঘটাতে চলেছেন কি না তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে এদিন গেইল এমন এক মন্তব্য করেন যা অনেকের মনে আবারও প্রশ্ন উঠতে পারে তাঁর ২২গজে থাকা নিয়ে। তিনি বলেন, "আমি পরের বছর অস্ট্রলিয়ায় থাকব। কারণ ওখানেই বিশ্বকাপ রয়েছে। তবে কিছুটা অতিরিক্ত পরিশ্রম করতে হবে। স্ট্যান্ডে বসে হয়তো বলব, হাই বন্ধুরা আমি এখানে আছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us