হরি ঘোষ,রানীগঞ্জ: অবশেষে 24 ঘন্টার বেশি সময় পর উদ্ধার করা সম্ভব হল ছাই চাপা পড়ে যাওয়া তিন শ্রমিকের দেহ। গতকাল গভীর রাতে এই দেহ গুলি উদ্ধার করা হয়। ২ দিন আগে রানীগঞ্জের মঙ্গলপুরে একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় জমা করা ফ্লাইঅ্যাশ বা ছাইয়ের নিচে চাপা পড়ে যায় তিনজন। ফ্লাই অ্যাশ স্টোরেজ ট্যাংক ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ছাই নিয়ে ফ্লাইঅ্যাশ ইট তৈরি হয়। ধসে ডাম্পিং স্টোরেজটি আচমকাই ভেঙে পড়ে। ওই সময় নিচে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তারা নিচে চাপা পড়ে যান বলে শ্রমিকদের একাংশের দাবি । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজে তাঁরা নেমে পড়েন। শিবনাথ রাম নামের এক কর্মীকে উদ্ধার করা গেলেও বছর 42 এর রানীগঞ্জের বল্লভ পুর এলাকার বাসিন্দা তন্ময় ঘোষ, বছর তেতাল্লিশের অন্ডালের হরিশপুর এর বাসিন্দা দিলীপ গোপ , ও বছর ছত্রিশের বাঁকুড়ার পলাশডাঙ্গার বাসিন্দা শিব শংকর ভট্টাচার্য্য । গতকাল নিখোঁজ 3 জনের দেহ উদ্ধার হয়।