New Update
/anm-bengali/media/post_banners/labIL0Xzv9KzuB5ktQEJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগেরদিন মাঠ জুড়ে চলেছে শুধুই সবুজ-মেরুন ঝড়। ২৩ মিনিটে পর পর ৩টে গোল করে দেখিয়েছে রয় কৃষ্ণ, মানভির, লিস্টন। অসহায়তা ছাড়া ইস্টবেঙ্গলের আর কিচ্ছু দেখা যায়নি। মোহনবাগানের এই বড় জয়ের পরে কোচ লোপেজ হাবাস খুশি। তবুও তিনি বলেন, "আগে ফুটবলাররা রিকভার করুক। তারপরে আমাদের বসে বিশ্লেষণ করতে হবে এই ম্যাচে আমাদের কী কী ভুল হয়েছে। সেগুলো আগে শোধরাতে হবে। তারপরে পরের ম্যাচের বিপক্ষকে নিয়ে ভাবা যাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us