New Update
/anm-bengali/media/post_banners/EvXHk3kRYI8lXcFUf02Y.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাঠে ৯০ মিনিটের জন্য তারা প্রতিদ্বন্দ্বী হলেও, আদতে ফুটবলারদের মধ্যে কতটা আত্মিক সম্পর্ক তা আগের দিন দেখিয়ে দিল মোহনবাগানের শুভাশিস। আগের দিন যখন তৃতীয় গোল খাওয়ার পর অরিন্দমের চোট লাগে এবং সেই যন্ত্রণায় তিনি মাঠে উপুড় হয়ে ছটফট করছিলেন তখন সেই মুহূর্তে সবুজ-মেরুন দলের শুভাশিস-কে এগিয়ে আসতে দেখা যায়। আর শুভাশিসের এই মানবিকতা মন জয় করে নিয়েছে লাল-হলুদ শিবিরের সমর্থকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us