New Update
/anm-bengali/media/post_banners/IgJ4TrAaYxkpRWeSphAU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিদ্যুৎ ইস্যুতে ফের পঞ্জাব সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির নেতা মোহালিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন, 'চান্নি সাহেব বলছেন যে, পাঞ্জাবে বিদ্যুৎ বিনামূল্যে তৈরি করা হয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার বিনামূল্যে বিদ্যুৎ অ্যাক্সেস আছে কিনা। এই ধরনের সুবিধাভোগী কারা? সে কি মিথ্যা বলেছিল? আমি দিল্লির ১ লক্ষ গ্রাহকের বিল এনেছি। ৩৫ লক্ষ গ্রাহক গত মাসে শূন্য টাকার বিদ্যুৎ বিল পেয়েছেন।'