New Update
/anm-bengali/media/post_banners/e9khtEqn5JQODG7e8pKe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কিছুক্ষণ পরেই মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। মোহনবাগানের আক্রমণ বিভাগে রয়েছে বুমৌস, রয় কৃষ্ণ, কাউকোর মতো ফুটবলাররা। প্রতিপক্ষের রক্ষণ ভাগকে চাপে ফেলতে যথেষ্ট কিনা সেই বিষয়ে হাবাস কিন্তু যথেষ্ট সতর্ক। তিনি বলেন, "মনে করিয়ে দিই, অরিন্দম, প্রীতম, প্রবীর, তিরিও আমার দলে রয়েছে। তিন-চারজনকে নিয়ে একটা দল হয় না। আমার কাছে সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। সবার প্রতিই আমার সমান শ্রদ্ধা রয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us