তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ কর্মসূচি!

author-image
Harmeet
New Update
তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ কর্মসূচি!

দিগবিজয় মাহালি,পিংলাঃ পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায়, বিজয়া সম্মিলনী, পিংলা ব্লকের সিপিএম হার্মাদ দের হাতে খুন হওয়া শহীদদের পরিবার বর্গকে সম্বর্ধনা ও বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল পিংলা কৃষক বাজারে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ উন্নয়ন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী রঞ্জন ভূঁইয়া, পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিষ হুতাইত, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি সহ অনান্যরা।