New Update
/anm-bengali/media/post_banners/Vn0mlrRiVvKYiK8rELTO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডার্বির লড়াই বাঙালির দুই পক্ষের কাছে আত্মসম্মানের লড়াই। ডার্বি নিয়ে বাঙালির এই মুহূর্তের উত্তেজনা তুঙ্গে। তবে প্রশ্ন যদি ওঠে যে কে খাতায় কলমে এগিয়ে? তবে সবুজ-মেরুন বাহিনী অনেক এগিয়ে আছে লাল-হলুদ ব্রিগেডের থেকে। আইএসএল-এর যাত্রায় সবুজ-মেরুন বাহিনীর পকেটে আছে ৪গোল। আর সেখানে লাল-হলুদ বাহিনী ড্র দিয়ে শুরু করেছে আইএসএল-এর যাত্রা। পুরানো পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে ডার্বির লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে লাল-হলুদ শিবির। মোট ৩৭৯টা ডার্বি ম্যাচ খেলা হয়েছে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল জয় পেয়েছে ১৩২টা ম্যাচ। আর মোহনবাগান জিতেছে ১২২ টা ম্যাচ। অর্থাৎ ১০টা ম্যাচে এগিয়ে আছে ইস্ট-বেঙ্গল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us