আত্মসম্মানের লড়াইয়ে কে এগিয়ে পরিসংখ্যানে?

author-image
Harmeet
New Update
আত্মসম্মানের লড়াইয়ে কে এগিয়ে পরিসংখ্যানে?



নিজস্ব সংবাদদাতাঃ ডার্বির লড়াই বাঙালির দুই পক্ষের কাছে আত্মসম্মানের লড়াই। ডার্বি নিয়ে বাঙালির এই মুহূর্তের উত্তেজনা তুঙ্গে। তবে প্রশ্ন যদি ওঠে যে কে খাতায় কলমে এগিয়ে? তবে সবুজ-মেরুন বাহিনী অনেক এগিয়ে আছে লাল-হলুদ ব্রিগেডের থেকে। আইএসএল-এর যাত্রায় সবুজ-মেরুন বাহিনীর পকেটে আছে ৪গোল। আর সেখানে লাল-হলুদ বাহিনী ড্র দিয়ে শুরু করেছে আইএসএল-এর যাত্রা। পুরানো পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে ডার্বির লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে লাল-হলুদ শিবির। মোট ৩৭৯টা ডার্বি ম্যাচ খেলা হয়েছে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল জয় পেয়েছে ১৩২টা ম্যাচ। আর মোহনবাগান জিতেছে ১২২ টা ম্যাচ। অর্থাৎ ১০টা ম্যাচে এগিয়ে আছে ইস্ট-বেঙ্গল।