কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ
বডি ক্যামেরার ব্যবহার করবে পুলিশ ! পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা বাড়াতে গ্রহণ করা হল বিশেষ ব্যবস্থা

প্লাস্টিক সার্জারি করালেন দিশা পাটানি?

author-image
Harmeet
New Update
প্লাস্টিক সার্জারি করালেন দিশা পাটানি?

নিজস্ব সংবাদদাতাঃ প্লাস্টিক সার্জারি কোনও নতুন বিষয় নয়। আর ক্যামেরার সামনে যাঁদের কাজ, অর্থাৎ অভিনেতা-অভিনেত্রীরা বয়স ধরে রাখতে অথবা কোনও খুঁত ঢাকতে হামেশাই প্লাস্টিক সার্জারির সাহায্য নেন। কিন্তু বেশিরভাগ সময়ই তা প্রকাশ্যে স্বীকার করেন না। প্লাস্টিক সার্জারি করেছেন, এমন শিল্পীর সংখ্যাও কম নেই। এ বার সেই তালিকায় যোগ হল এক নতুন নাম। বলিউড অভিনেত্রী দিশা পাটানি সম্প্রতি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। সদ্য মুক্তি পাওয়া ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রিমিয়ারে তাঁকে দেখে এমনটাই মনে হয়েছে দর্শকদের। দিশাকে আগে যেমন দেখতে ছিল, তাঁর থেকে কিছুটা বদল এসেছে তাঁর মুখে। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে অনেকে বলছেন, দিশার নাক অনেকটা আলাদা রকম লাগছে এখন। সম্ভবত নাকের প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দিশা।