পেনসিল চুরি, নালিশ ঠুকতে থানায় স্কুলের পড়ুয়ারা!

author-image
Harmeet
New Update
পেনসিল চুরি, নালিশ ঠুকতে থানায় স্কুলের পড়ুয়ারা!


নিজস্ব সংবাদদাতাঃ বড় সমস্যা। সহপাঠী পেনসিল চুরি করেছে বলে কথা। তাই শুধুমাত্র শিক্ষককে অভিযোগ জানিয়ে শান্তি পায়নি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। সোজা থানায় পৌঁছে যায় তাঁরা। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার ঘটনা। গোটা বিষয়টা জানতে পেরে হাসির রোল ওঠে থানার মধ্যে। ঘটনার ভিডিয়োও করেন এক পুলিশকর্মী।