আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, গ্রেফতার বিজেপি কর্মী

author-image
Harmeet
New Update
আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, গ্রেফতার বিজেপি কর্মী



বনমালি ষন্নিগ্রাহি,বাঁকুড়াঃ পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বচসার সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির যুব মোর্চার কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সাহেব রায়। বাড়ি শালতোড়া থানার পাবড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, পাবড়া মোড়ের এক পেট্রোল পাম্পে অভিযুক্ত সাহেব রায় পেট্রোল নিতে গেলে পেট্রোল পাম্পের কর্মীদের সাথে তার বচসা বাধে। অভিযোগ সেই সময় হঠাৎই কোমরের পেছন থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে ওই যুব মোর্চার কর্মী, পেট্রোল পাম্পের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। আগ্নেয়াস্ত্র দেখে হইচই পড়ে যায় পেট্রোল পাম্পে। সেই হইচই দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় এই যুব মোর্চার কর্মী। খবর দেওয়া হয় শালতোড়া থানায়। পুলিশ অভিযুক্ত সাহেব রায়কে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অপরাধে পুলিশ অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এদিকে আগ্নেয়াস্ত্র সহ যুব মোর্চার কর্মীর গ্রেপ্তারিতে  শুরু হয়েছে রাজনৈতিক তরজা।