New Update
/anm-bengali/media/post_banners/L13D6cl1sFKSYWh6KA0h.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারত-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথমদিনে একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায় গ্যালারিতে বসে একজন গুটখা খেতে খেতে ফোনে কথা বলছেন। পাশে বসে এক মহিলা। রাতারাতি সেই ভিডিও ভাইরাল হয়। তাকে নিয়ে প্রচুর ট্রোলও করা হয়। কিন্তু তিনি জানান গ্যালারিতে বসে তিনি গুটখা খাননি। তিনি সুপারি খাচ্ছিলেন। তবে তাকে নিয়ে যে মিম হয়েছে সে বিষয়ে সে চিন্তিত নয়। তার বোনকেও নানা আক্রমণের শিকার হতে হচ্ছে। সেই নিয়েই তার মূল চিন্তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us