কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী বসুন্ধরা

author-image
Harmeet
New Update
কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী বসুন্ধরা

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভোটের ময়দানে প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। তৃণমূলের প্রার্থী তালিকায় এই নাম নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছে ঘাসফুল। কিছুদিন আগে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় কলম ধরেছিলেন বসুন্ধরা। তখনই জল্পনা শোনা গিয়েছিল, শাসকদলে সক্রিয় হচ্ছেন ক্ষিতি-কন্যা। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা সামনে আসতেই সেই জল্পনারই অবসান হল। ২০১৯ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন বাম আমলের মন্ত্রী আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। পরের বছর অর্থাৎ ২০২০ সালের মার্চেই শোনা যায় প্রয়াত নেতার কন্যা বসুন্ধরা গোস্বামী তৃণমূলে যোগ দিয়েছেন।