কলকাতায় শীতের আমেজ

author-image
Harmeet
New Update
কলকাতায় শীতের আমেজ

নিজস্ব সংবাদদাতাঃ সকালে হিমেল পরশ, কম্বলের আরাম আর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক! আবহাওয়া দফতর জানাচ্ছে, দোরগোড়ায় হাজির শীত। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে জেলাগুলিতে। ফের নামল পারদ। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুক্রবারের তুলনায় শনিবার এক ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। মূলত পরিস্কার আকাশ, তাই তাপমাত্রা কম। সকালে শীতের আমেজ রয়েছে শহর জুড়ে। তবে বেলা বাড়তেই তাপমাত্রার পারদও বাড়বে ক্রমশ। নভেম্বরের শেষেও সারাদিন শীতের অপেক্ষায় বাঙালি।