ঘুমের মধ্যে যৌনতা?

author-image
Harmeet
New Update
ঘুমের মধ্যে যৌনতা?

নিজস্ব সংবাদদাতাঃ যৌনতা নিয়ে বহু মাতামাতি থাকে সকলের মধ্যে৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন যৌনতা যদি অসুস্থতার পর্যায়ে পৌঁছয় তবে ঠিক কী হতে পারে? স্বাভাবিক যৌন অসুস্থতা নিয়ে এখন তাও মানুষ কিছুটা হলেও সরব৷ তবু এমন কিছু যৌন রোগ আছে যে বিষয়ে মানুষ সঠিকভাবে অবগত পর্যন্তও নয়৷ বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররাও এমন অচেনা অসুস্থতার কোনও চিকিৎসা খুঁজে পান না৷ এই অজানা যৌন ভয়াবহতা অনেক সময় প্রাণ অবধি কেড়ে নেয়৷

এমনই এক যৌনরোগের নাম হল সেক্সমনিয়া৷ এই অসুখ খানিকটা ‘স্লিপ ওয়াকিং’ এর মতো৷ কিছু মানুষ যেমন ঘুমের মধ্যে হাঁটেন নিজেদের অজান্তে, ঠিক তেমনভাবেই কিছু মানুষ ঘুমের ঘোরে যৌনসংসর্গে লিপ্ত হন৷ পার্টনারের সঙ্গে প্রায় জোর করেই যৌন মিলন ঘটান কিংবা হস্তমৈথুন করেন৷

কিন্তু এমন কাজ করার সময় তাঁরা হুঁশে থাকেন না৷

২০১৪ সালে এক সুইডিশ ব্যক্তি এই অসুখের জন্য ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন৷ পরবর্তী সময়ে জানতে পারা যায়, তাঁর সেক্সমনিয়া রয়েছে৷ তাই নিজের অজান্তেই তিনি রতিক্রিয়ায় মগ্ন হয়েছিলেন এবং তা ধর্ষণের পর্যায়ে পৌঁছে যায়৷
এই রোগ সম্পর্কে আম-আদমি বিশেষ খবরাখবর না রাখলেও ১৯৯৬ সালে ডক্টর কলিন সাপরিও, ডক্টর নিক ত্রাজানোভিক এবং ডক্টর পল ফেডরক একটি গবেষণায় এমন অসুস্থতার কথা বর্ণনা করেছিলেন৷

যদিও এই রোগের কোনও চিকিৎসার সন্ধান তাঁরা দিতে পারেননি৷ পাশাপাশি, এমন অসুখে পড়লে সেই রোগীর সঠিক চিকিৎসা কী হবে তাও জানেন না কেউই! তাই এমন রোগের কবলে পড়লে যৌন উত্তেজনায় মৃত্যু পর্যন্ত হতে পারে! ঠিক যেমন লেডি ম্যাকবেথ ঘুমের নেশায় আচ্ছন্ন হয়ে আত্মহত্যা করেছিলেন, এখানেও ব্যাপারটা অনেকটা তেমনই!