New Update
/anm-bengali/media/post_banners/Wjv6GfisdHeV2lOiJliG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজ্ঞান বলছে, একেবারেই নয়। বিয়ের সঙ্গে মোটা হয়ে যাওয়ার সম্পর্ক সেক্সের সঙ্গে জড়িত নয়। অর্থাৎ নিয়মিত সেক্স করার জন্য কেউ মোটা হন না। এই ধারণা সম্পূর্ণ অবৈজ্ঞানিক।
তাহলে আসল কারণটা কী? বিয়ের পর অনেকেই মোটা হয়ে যান এ কথাটা অনেকক্ষেত্রেই সত্য। আর তার কারণ হল হরমোনালবিয়ের পর মেয়েদের শরীর ভারী হয়ে যায়। বিশেষত তাঁদের কোমর, থাই, বক্ষদেশ, নিতম্ভের আকার পরিবর্তিত হয়। আর এটা হয় হঠাৎ করেই শরীরের মধ্যে সেক্স হরমোনের নানারকম পরিবর্তনের কারণে।
শুধু তাই নয়, মোটা হওয়ার সঙ্গে রয়েছে মানসিক সন্তুষ্টিও। সুখী দাম্পত্য জীবনে নিরাপত্তা, নিশ্চিন্ততা, শারীরিক সুখ...সবটাই ভরে থাকে কানায় কানায়। আর এতে আসে মানসিক শান্তি। যার ফলে ওজন বৃদ্ধি হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us