সঙ্গীকে সঠিক ভাবে সেক্সে পূর্ণতা দিতে চান !

author-image
Harmeet
New Update
সঙ্গীকে সঠিক ভাবে সেক্সে পূর্ণতা দিতে চান !

নিজস্ব সংবাদদাতাঃ জীবনের এই সুন্দর অভিজ্ঞতা শুধুমাত্র এই নয় যে কয়েক মিনিটের ব্যাপার । জীবন সুন্দর ও যৌনতায় তৃপ্তি না এলে তা প্রভাব ফেলে জীবনের সব ক্ষেত্রে। আপনি আপনার সঙ্গীর মন পড়তে পারেন না, তাই নিজেকে এবং সঙ্গীকে চরম সুখ দেওয়ার পথটা নিজেকেই খুঁজে নিতে হবে। যৌনতা থেকে একঘেয়েমিকে দূরে রাখতে এই ৫টি বিষয় আপনাকে মেনে চলতেই হবে—

১। ঠিক কী চান আপনি? অর্থাৎ নিজের চাহিদাকে ভালভাবে বুঝে নেওয়া। নিজের চাওয়া-পাওয়াগুলো পরিষ্কার না-থাকলে উদ্দাম যৌনতায় গা ভাসালেও সুখ থাকবে অধরাই।

২। খুঁজে বার করুন নিজেদের ভাললাগায় কোথায় কোথায় মিল রয়েছে। অনেকেই মিলন মুহূর্তকে মধুর করে তুলতে একসঙ্গে পর্ন দেখে থাকেন। পর্ন না-দেখলেও একটু ভাবলেই বুঝতেই পারবেন আপনাদের মধ্যেও এমন কিছু আছে যা দুজনকেই উত্তেজিত করে।