এই খুঁটিনাটিগুলো না জানলে সেক্স-এ মজা পাবেন না

author-image
Harmeet
New Update
এই খুঁটিনাটিগুলো না জানলে সেক্স-এ মজা পাবেন না

নিজস্ব সংবাদদাতাঃ অনেক পুরুষেরই মহিলাদের যৌনতা নিয়ে তেমন কোনও ধারণা থাকে না! ফলে সেক্স লাইফে অনেক ভুল করে বসেন! আখেরে দেখা দেয় ভুল বোঝাবুঝি, অশান্তি! কাজেই, প্রথমেই পুরুষদের বোঝা প্রয়োজন-- নারী ও পুরুষের সেক্স লাইফের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
মেয়েদের যৌন চাহিদা ছেলেদের ৪ ভাগের এক ভাগ। কিশোরী এবং টিনেজার মেয়েদের ' সেক্স আর্জ' সবথেকে বেশি। ১৮ বছরের পর থেকে তা কমতে থাকে এবং ৩০-এর পর অনেকটাই কমে যায়।
২৫ বছরের বেশি বয়সি মহিলারা স্বেচ্ছায় বা সঙ্গীর ইচ্ছায় সেক্স করলেও, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ওই বয়সের একজন মহিলা মাসের পর মাস, কোনও শারীরিক ও মানসিক সমস্যা ছাড়াই, সেক্স না করে দিব্য ভাল থাকতে পারেন।
মেয়েরা 'হার্ডকোর সেক্স'-এর থেকে রোম্যান্স অনেক বেশি উপভোগ করেন।
'অ্যানাল সেক্স'-এ অনেক মেয়েই আনন্দ পায়, কিন্তু সেক্ষেত্রে অর্গ্যাজম হওয়ার সম্ভাবনা ১% এর থেকেও কম।
মেয়েরা লম্বা পুরুষাঙ্গ বা পেনিসের থেকে মোটা পুরুষাঙ্গ বেশি পছন্দ করে। লম্বা লিঙ্গে বেশিরভাগ মেয়েই ব্যথা পায়।