এসপিএস গেটের সামনে বিক্ষোভ বামেদের

author-image
Harmeet
New Update
এসপিএস গেটের সামনে বিক্ষোভ বামেদের


হরি ঘোষ,দুর্গাপুরঃ তিন দফা দাবিকে সামনে রেখে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের এসপিএস গেটের সামনে বিক্ষোভ দেখাল বাম কর্মী সমর্থকরা।
বিক্ষোভের পাশাপাশি এদিন কারখানার গেটের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাম শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। তিনি জানান ওই এলাকার বেসরকারি কারখানা দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে ওই কারখানা শাকম্ভরী গ্রুপ নামের একটি সংস্থা কিনে নিয়েছে। ফলে ওই কারখানায় এবার উৎপাদন শুরু হবে।  কিন্তু প্রায় আড়াই বছর ধরে কারখানার শ্রমিকদের অনাহারে দিন কাটাতে হয়েছে। বিভিন্ন জায়গায় তারা ধারে জর্জরিত হয়ে পড়েছে।
অনেকের ছেলেমেয়েদের বিদ্যালয়ে বেতন না দিতে পারার জন্য তাদের পড়াশোনা বন্ধ রয়েছে। কিন্তু কারখানা শুরু হলেও বকেয়া বেতনের বা বকেয়া পাওনা শ্রমিকদের মিটিয়ে দিতে হবে এই দাবিতে তারা সকাল থেকেই আন্দোলনে নামেন।