আবার উত্তপ্ত নন্দীগ্রাম

author-image
Harmeet
New Update
আবার উত্তপ্ত নন্দীগ্রাম


 
নিউজ ডেস্কঃ নন্দীগ্রাম-এর কৃষি মান্ডিতে হরিপুর 5 নম্বর অঞ্চলের যে বাসিন্দারা রয়েছে তাদের অভিযোগ যে 10টি অঞ্চল নিয়ে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তার মধ্যে 9 টি অঞ্চল কৃষিবিজ পেয়েছে এবং এই 5নম্বর অঞ্চল কৃষিবিজ পায়নি। সেই নিয়ে অভিযোগ তুলে তারা গণডেপুটেশন দিতে আসেন। অভিযোগ সেই সময় ওই এলাকার যিনি কৃষি আধিকারিক ছিলেন তাকে হেনস্থা করা হয়। জানা যাচ্ছে নন্দীগ্রাম-এর এগ্রিকালচার এক্সটেনশন অফিসার বিদ্যুৎ বরণ মন্ডল আক্রান্ত হন। এখন তিনি স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং অবস্থা নিয়ন্ত্রণ-এর চেষ্টা করে।