নেশাগ্রস্ত সাইকেল আরোহীদের জন্য পদক্ষেপ লালবাজারের

author-image
Harmeet
New Update
নেশাগ্রস্ত সাইকেল আরোহীদের জন্য পদক্ষেপ লালবাজারের

নিজস্ব সংবাদদাতাঃ বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ। করোনাভাইরাসের জেরে শহরে এখন সাইকেল চলছে। কিন্তু মদ্যপ অবস্থায় সাইকেল চালানো যাবে না। আগে এই তালিকায় গাড়ি ও মোটরবাইক রাখা হয়েছিল। সেখানে এবার যোগ হল সাইকেলও! কোনও সাইকেল আরোহী নেশাগ্রস্ত অবস্থায় সাইকেল চালালে তাঁকে পাকড়াও করা হবে। আর ওই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে আছেন কিনা তা পরীক্ষা করতে রাস্তার মোড়ে ব্রেথ অ্যানালাইজার নিয়ে থাকবেন পুলিশকর্মীরা। লালবাজার সূত্রে খবর, নেশাগ্রস্ত অবস্থায় সাইকেল চালানোর প্রবণতা বেড়েছে। এমনকী বহু সাইকেল আরোহীকে ধরাও হয়েছে। যাদের পরীক্ষা করে দেখা গিয়েছে তাঁরা নেশাগ্রস্ত। ব্রেথ অ্যানালাইজার যন্ত্রটি প্রতিবার ব্যবহারের পরে পাইপটি পাল্টানোর পাশাপাশি যন্ত্রটিও জীবাণুমুক্ত করা হচ্ছে। এই প্রবণতা বাড়তে থাকায় এই পদক্ষেপ করা হয়েছে।