প্রধান গঠনে ব্যর্থ তৃণমূল

author-image
Harmeet
New Update
প্রধান গঠনে ব্যর্থ তৃণমূল

দিগবিজয় মাহালি পশ্চিম মেদিনীপুরঃ ১৩ জনই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত।তাও প্রধান গঠনে ব্যর্থ তৃণমূল।চরম গোষ্ঠী কোন্দলের আভাস পাচ্ছে দলীয় নেতৃত্বরা।দফায় দফায় সারাদিন বৈঠক করেও ব্যর্থ হতে হলো জেলা ও ব্লক নেতৃত্বদের। এলাকার বিধায়ক তথা মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়াও ব্যর্থ হলো। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়।দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে মানস রঞ্জন ভুইয়া তাঁর নিজের হাতে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রধান নিজেদের দলের হলেও নিজের মতো ছিল না। তাই গতকাল সিপিএম থেকে আসা ৩ জন পঞ্চায়েত সদস্য মানস রঞ্জন ভুঁইয়ার হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগ দেয়। আর তাঁর মধ্য থেকে প্রধান নির্বাচিত হওয়ার জন্য  প্রস্তাব আসে। আর তাতেই বেজায় চটে যায় পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মী ও পঞ্চায়েতরা। আর তাঁর জেরেই প্রধান গঠন হলো না সবং ব্লকের ৭ নং নারায়নবাড় অঞ্চলে। কবে হবে তাও পরিস্কার নয়। গতকাল সকাল থেকে সারাদিন বিশাল পুলিশ বাইনী মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খড়্গপুর,এস ডি পি ও ডেবরা সহ ওসি, সি আই। দলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল পন্ডাও ব্যর্থ হলো। স্থগিত হয়ে গেলো প্রধান গঠন। যদিও এই ব্যাপারে কোনো পক্ষই মুখ খুলতে নারাজ।