/anm-bengali/media/post_banners/56xKO2sCcb87Ptt7IJUp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধনু- শিক্ষাকাজে ভালো পরিণাম লাভ করবেন। কোনও বন্ধুর সহযোগিতায় আয় বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। মনে শান্তি ও প্রসন্নতা থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। চাকরিতে উন্নতির সুযোগ পেতে পারেন। পড়াশোনায় রুচি বাড়বে। মকর- মানসিক শান্তি থাকবে, তবে সংযমী থাকুন। আর্থিক পরিস্থিতি উন্নত থাকবে। ব্যবসায় লাভের সুযোগ পাবেন। অধিক পরিশ্রম করতে হবে। সঞ্চয় কমতে পারে। কুম্ভ- পড়াশোনায় রুচি বাড়বে। মায়ের কাছ থেকে অর্থ লাভ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে বিস্তার হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। মীন- মনে আশা ও হতাশা থাকবে। ব্যবসা বিস্তার হতে পারে। আয় বৃদ্ধি হবে। পরিশ্রম অধিক করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। মন অশান্ত থাকবে। ধৈর্য ধরুন। মা-বাবার সহযোগিতা লাভ করবেন। শিক্ষায় সাফল্য পাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us