কার্যক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতকদের

author-image
Harmeet
New Update
কার্যক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতকদের

নিজস্ব সংবাদদাতাঃ মেষ- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। মন অশান্ত হতে পারে। পরিবারের সঙ্গ লাভ করবেন। চাকরিতে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। কথাবার্তায় সংযমী হন। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। ভাইদের সহযোগিতা লাভ করবেন।                                                                    বৃষ- কোনও অজ্ঞাত ভয়ের কারণে চিন্তিত থাকতে পারেন। ধৈর্য কমবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। মনে হতাশা ও অসন্তোষ থাকতে পারে। বাড়ি কিনতে পারেন। মায়ের সান্নিধ্য ও সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। রাগ বেশি হবে।                                                                                                                                  মিথুন- ভাষায় মাধুর্য থাকবে। কার্যক্ষেত্রে ব্যবধান আসতে পারে। মন অশান্ত হবে। আয় কমবে ও ব্যয় বাড়বে। সঞ্চিত অর্থ কমবে।                                                               কর্কট- মনে শান্তি ও আনন্দ থাকবে। দাম্পত্য সুখ বাড়বে। কোনও বয়স্ক আত্মীয়ের কাছ থেকে ধন লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। মা-বাবার সান্নিধ্য লাভ করবেন। চাকরিতে ইচ্ছাবিরুদ্ধ দায়িত্ব পেতে পারেন।