/anm-bengali/media/post_banners/3CKbroJ2hEqDHJrcwKPn.jpg)
মানালি দত্ত, বহরমপুরঃ দেড় বছরের শিশুসহ স্ত্রীকে অস্বীকার করার অভিযোগে এক হাইস্কুল শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করলেন এলাকার লোকজন। উত্তেজিত জনতা মারধর ওই শিক্ষককে। দীপক কুমার দাস নামে ওই শিক্ষককে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কালিতলা দিয়ার এলাকায়। টুম্পা ঘোষ দাস নামে এক গৃহবধূর অভিযোগ, তাঁকে তিন মাসের গর্ভবতী অবস্থায় ডাক্তার দেখানোর নাম করে গত আড়াই বছর আগে বাবার বাড়িতে রেখে চলে যায় তাঁর স্বামী । তারপর আর কোন খোঁজ নেয়নি তাঁর স্বামী। বারবার যোগাযোগ করলেও তাঁকে ফিরিয়ে দিয়েছে তাঁর স্বামী। টুম্পা দেবী অভিযোগ করে বলেন , তাঁর স্বামীর প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর তাঁকে দ্বিতীয়বার বিয়ে করেন । এরপর তাঁদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু ওই পুত্র সন্তান সহ তাঁকে স্বামীর ঘরে ঢুকতে দেন না তাঁর স্বামী। তাছাড়া নিজের বাড়িতে এক ভাড়াটিয়া মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর। বিষয়টি প্রতিবাদ করায় অশান্তি শুরু করে তাঁকে আর নিতে চাইছে না তাঁর স্বামী। সে কারণে বাধ্য হয়ে তিনি স্বামীর স্কুলের সামনে ধর্না দিতে শুরু করেন। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে স্কুলে ঢোকার আগেই ঘেরাও করে । এরপর উত্তেজিত জনতা ওই শিক্ষক কে মারধর শুরু করে। এদিকে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় ।যদিও ওই শিক্ষক অভিযোগের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে চাননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us