New Update
/anm-bengali/media/post_banners/IVGpn03vXTz3usSIyNz2.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ বিরল এক পাখি উদ্ধার হল দিনহাটার নিগম নগরে। জানা গেছে ওই পাখিটি একটি বিদেশি পাখি। যার নাম ইউরেশিয়ান বিটার্ন! সাধারণত দক্ষিণ আফ্রিকায় এই পাখি দেখতে পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ হঠাৎ করেই ওই এলাকার এক যুবক পাখিটিকে দেখতে পায়, তারপর লোকজনকে ডাকে ওই যুবক। পাড়া-প্রতিবেশী তাঁকে উদ্ধার করে একটি ডালি দিয়ে ঢেকে রাখে। পাখিটি দেখতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পাখিটির ঠোঁট অত্যন্ত সূচালো এবং অনেকটাই লম্বা। পাখিটির কাছে এলে ময়ূরের মতো পেখম মেলে এবং ফুলে যায়। পাখিটিকে উদ্ধার করে বনদপ্তরে খবর দেয় গ্রামবাসী। বনদপ্তরের কর্মী এসে পাখিটিকে নিয়ে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us