এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন মুফতি!

author-image
Harmeet
New Update
এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন মুফতি!

নিজস্ব সংবাদদাতা : রামবাগ এনকাউন্টার নিয়ে ঝড় উঠেছে উপত্যকার রাজনীতিতে। ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন পিডিএফ নেত্রী মেহবুবা মুফতি। ট্যুইটে তিনি লিখেছেন, এনকাউন্টারের সত্যতা নিয়ে বাড়ছে সন্দেহ।তাঁর অভিযোগ, রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী মনে হচ্ছে গুলিবর্ষণ একতরফা ছিল।

প্রসঙ্গত, জম্মু ও শ্রীনগরের রামবাগে এনকাউন্টারের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে একজন স্ব-শৈলী কমান্ডার সহ সন্ত্রাসী এক সংগঠনের তিন সন্ত্রাসীর, যারা উপত্যকার সাম্প্রতিক নাগরিক হত্যাকান্ডে ওয়ান্টেড ছিল।