New Update
/anm-bengali/media/post_banners/drtKZo6PaJSfbRHt8TyS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। ভারতীয় নৌবাহিনীতে যোগ দিল ডুবোজাহাজ আইএনএস ভেলা। জানা গিয়েছে, মঝগাঁও শিপবিল্ডার্স লিমিটেড এই জাহাজটি তৈরি করেছে। আর এটি ভারতের স্করপেন গোত্রের চতুর্থ সাবমেরিন। নৌবাহিনী সূত্রে খবর, এক সঙ্গে আট জন নৌ-আধিকারিক এবং ৩৫ জন সেনা বহনের ক্ষমতা রয়েছে এই ডুবোজাহাজের। এই জাহাজটিতে রয়েছে সি৩০৩ অ্যান্টি টর্পেডো কাউন্টারমেসার সিস্টেম। এক সঙ্গে ১৮টি টর্পেডো বহন করতে পারে। এমনকি আইএনএস ভেলাতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us