পাখির চোখ নির্বাচন, দলীয় কর্মীদের 'মন্ত্র' দিলেন রাজনাথ

author-image
Harmeet
New Update
পাখির চোখ নির্বাচন, দলীয় কর্মীদের 'মন্ত্র' দিলেন রাজনাথ

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে গিয়ে এবার নির্বাচনী আবহ গরম করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। '৭ বছর হয়ে গেল, দুর্নীতিতে জড়িত থাকার জন্য কেউ আমাদের নেতাদের দিকে আঙুল তুলতে পারে না'। উত্তরপ্রদেশের সুলতানপুরে বুথ সভাপতিদের উদ্দেশে এমনটাই বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। এহেন অবস্থায় কাশী ও আওয়াধ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংকে।