নিজস্ব সংবাদদাতা : জোড়াফুল শিবিরের সদস্য সংখ্যা আরও বাড়ল। আরও এক মুকুলকে পেল এ রাজ্যের শাসকদল। তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। ১৭ জন কংগ্রেস বিধায়কদের মধ্যে ১২ জন বিধায়কও দলবদল করলেন তাঁর সঙ্গে। ফলে সে রাজ্যে কংগ্রেস বিধায়কের সংখ্যা কমে দাঁড়াল ৬ জনে। সাংমার কথায়, বিরোধী দল হিসেবে কংগ্রেস তার ভূমিকা পালনে ব্যর্থ। তাই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে যোগদানের ঘোষণা করলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, "বিরোধীদের মধ্যে একমাত্র মমতাই পারেন বিজেপিকে পর্যুদস্ত করতে। কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণ করে বিজেপিকে গদি ছাড়া করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করব আমরা।"