নির্বাচন না থাকলে বাতিল হত না কৃষি আইন!

author-image
Harmeet
New Update
নির্বাচন না থাকলে বাতিল হত না কৃষি আইন!

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র কৃষি আইন বাতিলের ঘোষণা করতেই রাজনৈতিক মহলের একাংশই মনে করছিলেন যে আসন্ন নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিল মোদি সরকার। এবার আইন বাতিল নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তাঁর কথায়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ দেশের নানা প্রান্তে নির্বাচন না হলে কেন্দ্র কৃষি আইন বাতিল করত না। ক্ষমতায় থাকা লোকেরা যখন গ্রাম পরিদর্শন করেন, তখন তারা স্থানীয়দের কাছ থেকে ভিন্ন ধরণের অভ্যর্থনা পান। এসব বিবেচনায় তারা হয়তো বুঝে গেছেন ভোট চাইতে গেলে কী ধরনের চিকিৎসা পাবেন। মানুষের প্রতিক্রিয়া কী হতে পারে সে দিকটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। নির্বাচন না হলে আইন বাতিল হত না।