New Update
/anm-bengali/media/post_banners/obBs5GjAHNx0geQKxDHm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালে দেশে কোভিডের বাড়বাড়ন্তের কারণে শিলংয়ের বিখ্যাত চেরি ব্লসম ফেস্টিভ্যাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবছর সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হতেই ফের উত্সবে মুখরিত হতে চলেছে মেঘালয়ের রাজধানী। বেগুনি ও গোলাপী রঙের সুন্দর আভায় গোটা শহরটি ঢেকে যায় এই সময়। দূর থেকে মনে হতে পারে, কোনও এক শিল্পী ক্যানভাসে তুলির ছোঁয়ায় জীবন্ত করে রেখেছেন। এই বছরে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই চেরি ব্লসম উত্সব পালিত হবে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে মেঘালয়ের মুখ্য়মন্ত্রী কর্নাড সাংমা ট্যুইটারে উত্সবের খবর ঘোষণা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, গত বছর শিলংয়ের আশেপাশে সুন্দর চেরি ফুটে ছিল। এখন চেরি ব্লসম সিজন, তাই শিলংয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ফিরে আসছে। ২৫-২৭ নভেম্বর, ২০২১ থেকে এই উত্সবের সঙ্গে সকলের যোগদান একান্তই কাম্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us