নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির অধীনস্থ কিনসে ইনস্টিটিউট, আমেরিকানদের যৌন জীবনের ওপর সমীক্ষা করে একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্টটিতে গড়পড়তা আমেরিকানদের বয়স-ভিত্তিক যৌনতার যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা এইরকম, আপনার বয়স যদি ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হয় তবে আপনার পক্ষে স্বাভাবিক যৌনাচার হল বছরে ১১২ বার অথবা সপ্তাহে ২ বার। ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে এটাই নেমে আসে বছরে ৮৬ বার অথবা সপ্তাহে ১.৬ বার। ৪০ থেকে ৪৯ বছর বয়েসীদের ক্ষেত্রে এটাই হয়ে যায় বছরে ৬৯ বার।