সস্তা রইল না জনপ্রিয় বিস্কুট পার্লে-জি

author-image
Harmeet
New Update
সস্তা রইল না জনপ্রিয় বিস্কুট পার্লে-জি

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ৫-১০% দাম বাড়ছে জনপ্রিয় বিস্কুট পার্লে-জির। তবে শুধু এই বিস্কুটটিরই যে দাম বাড়ছে, তা কিন্তু নয়। পার্লের অপর জনপ্রিয় বিস্কুট ক্র্যাকজ্যাকেরও দাম প্রায় ৫-১০% বাড়ানো হবে বলে জানা গিয়েছে। Parle Rusk-এর ৩০০ গ্রাম প্যাকের দাম প্রায় ১০ টাকা এবং ৪০০ গ্রাম প্যাকের দাম প্রায় ৪ টাকা বৃদ্ধি পাচ্ছে। ১০ বা ২০-৩০ টাকার প্যাকে অবশ্য এমআরপি বাড়াচ্ছে না পার্লে। কিন্তু পরিমাণ কম করা হচ্ছে। অর্থাৎ অপর পক্ষে দাম বৃদ্ধিই পাচ্ছে। কেন দাম বাড়ছে? সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, পাম্পতেল, ময়দা, চিনি, জ্বালানি খরচ ইত্যাদি সবই প্রায় ১৫-৩০% বৃদ্ধি পেয়েছে। ফলে বহু বছর আগের দামে বিস্কুট উৎপাদন ও বিক্রি করতে গিয়ে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সেই কারণেই বাধ্য হয়ে দাম বৃদ্ধির সিদ্ধান্ত।