ভালোবাসার রঙ ছড়াচ্ছেন গৌরব-ঋদ্ধিমা

author-image
Harmeet
New Update
ভালোবাসার রঙ ছড়াচ্ছেন গৌরব-ঋদ্ধিমা

নিজস্ব সংবাদদাতাঃ হাসি, কান্না, ঝগড়া, ভালোবাসা, আলিঙ্গন, চুম্বন সব মিলিয়ে গৌরব-ঋদ্ধিমার ভালোবাসার সম্পর্ক ১১ বছর পূরণ করল। বুধবার, তাঁদের একসঙ্গে পথ চলা পা দিল ১১ বছরে। এদিনে একে অপরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় টলি পাড়ার এই তারকা দম্পতিকে। ভোরের সূর্যকে সাক্ষী রেখে একে অপরের উষ্ণ চুমু খেয়ে ছবি পোস্ট করেছেন গৌরব-ঋদ্ধিমা। ২০১৭-র নভেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। কিন্তু সম্পর্কের বয়স যে আরও পুরনো। খোলা আকাশের নীচে ঠোঁটে ঠোঁট রেখে দিনটা উদযাপন করলেন তাঁরা। গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখেছেন, ‘পাঁচমিশালি জীবনের রং-রূপ আরও গাঢ় ভালোবাসার উত্তাপে! আমাদের রূপকথার জীবন। আমি ভাগ্যবান, তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এ ভাবেই চলতে থাকুক আমাদের পথচলা।'