New Update
/anm-bengali/media/post_banners/ZI1vnaWZ2zt3xeMufngf.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিধায়ক কার্যালয়ে সবংয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার হাত ধরে সিপিএমের তিন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।সবং ব্লকের ৭ নং নারায়নবাড় অঞ্চলের তিন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সিপিএমের পঞ্চায়েত সদস্য অসিত বরন মাইতি, তপন দাস, অন্নপূর্ণা প্রামানিক পাত্র ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাদল মাইতিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার হাত ধরে। পাশাপাশি এদিনই তিনি বলেন আগামী দিনে ৭ নং অঞ্চলকে ঢেলে সাজানো হবে। পাশপাশি ওই অঞ্চলে একটি পদযাত্রা করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং দ্রুত নতুন প্রধান গঠন হবে এমনটাও সুত্রের খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us