ব্রিটেনে রেকর্ড দামে বিকোল আইনস্টাইনের পাণ্ডুলিপি!

author-image
Harmeet
New Update
ব্রিটেনে রেকর্ড দামে বিকোল আইনস্টাইনের পাণ্ডুলিপি!

নিজস্ব সংবাদদাতাঃ থিয়োরি অফ রিলেটিভিটি। অর্থাৎ আপেক্ষিকতাবাদ। গোটা দুনিয়াকে বদলে দেওয়া সেই বিখ্যাত তত্ত্বের জনককে সারা বিশ্ব একডাকে চেনে। অ্যালবার্ট আইনস্টাইন। এবার সেই থিয়োরির উৎস যে পাণ্ডুলিপি তা বিক্রি হল অবাক দামে! প্যারিসে নিলামে চড়ানো হয়েছিল বিরল ওই পাণ্ডুলিপিটি। ৫৪ পাতার ওই পাণ্ডুলিপিটি ঘিরে নিলামের শুরু থেকেই কৌতূহল ছিল। মনে করা হচ্ছিল, সাড়ে তিন মিলিয়ন ডলারের মতো দাম উঠতে পারে ওই পাণ্ডুলিপির। কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দাজকে একেবারেই ভুল প্রমাণ করে তা বিক্রি হল ১৩ মিলিয়ন ডলারে! অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার টাকায়।