দ্রুত আন্তর্জাতিক উড়ান চালুর ইঙ্গিত কেন্দ্রের

author-image
Harmeet
New Update
দ্রুত আন্তর্জাতিক উড়ান চালুর ইঙ্গিত কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। উঠে যেতে পারে যাবতীয় নিষেধাজ্ঞা। এমনটাই জানালেন বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব রাজীব বনসল। গতবছর ২৩ মার্চ থেকে করোনার কারণে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সেই নিষেধাজ্ঞা এখনও চলছে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখন বেশ কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এয়ার বাবল চুক্তির মাধ্যমে সীমিত সংখ্যক বিমান পরিষেবা চালু রাখা হয়েছে। বর্তমানে ২৭ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ রয়েছে ভারত। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান , ফ্রান্স, বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশ।