New Update
/anm-bengali/media/post_banners/ePSgn8YuYZaHG0YxnRTD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আনাচেকানাচে কান পাতলে এখন শোনা যায় ম্যানেজার পদে কাকে বসাবে সেই নিয়ে জলঘোলার গল্প। ভালভার্দের সঙ্গে কথা বলেছে ইউনাইটেড। আবার এই বিষয়ে ভালভার্দের সঙ্গে কথা হয়েছে র্যাগনিকের। যিনি মস্কোতে বহাল আছে। ওলে চলে যাওয়ার পর আবার জানা যায় মাইকেল ক্যারিক এই পদের সাময়িক দায়িত্ব নিয়েছিলেন। যিনি ভিলারিয়ালের বিরুদ্ধে প্রথম গেম ২-০ গোলে ইউনাইটেডকে জিতিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us